Chondo Song Lyrics (ছন্দ) Shiekh Sadi | Shitom Ahmed


 

Chondo Song Lyrics By Shiekh Sadi

Song: Chondo
Singers: Shiekh Sadi, Shitom Ahmed
Lyrics: Shitom
Tune: Sheikh Sadi

Chondo Song has been sung by Shiekh Sadi & Shitom Ahmed. Music composed by Sadi. Lyrics written by Shitom. Chondo Song Lyrics. Chondo Song Lyrics Bangla. Chondo Song Lyrics Sheikh Sadi.

ছন্দ গানটি হল শেখ সাদী ও শিতম আহমেদ এর গাওয়া। সুরকার হলেন সাদী। কথা লিখেছেন শিতম। ছন্দ গানের লিরিক্স।

Chondo Song Lyrics in Bengali:


মনে মনে আজও কেন যে ছন্দ সাজাই
তোমাকে পাওয়ার আশা আমাকে কুরে কুরে খায়
আমার এই নিঃশ্বাস ধিরে ধিরে যে ক্ষীণ হয়ে যায়
মনে হয় এই রাতেই চলে যাব দূর অজানায়

চলে গেলে তুমি, বুকটা হবে মরুভূমি
কিভাবে থাকি, বলে যায় পরাণ পাখি
আমার মন কেন শুনছে না বারণ
আনমনে ভাবছে তোমায় কারণ অকারণ

অভিনয় করে বছর কাটালি
জীবনের খেলায় আমায় হারালি
নিজেকে এখন প্রশ্ন করি
কেন বানিয়েছিলাম তোকে এতটা দামি

মনে মনে আজও কেন যে ছন্দ সাজাই
তোমাকে পাওয়ার আশা আমাকে কুরে কুরে খায়
আমার এই নিঃশ্বাস ধিরে ধিরে যে ক্ষীণ হয়ে যায়
মনে হয় এই রাতেই চলে যাব দূর অজানায়

এখনো তোকে ভেবে রাতে চোখ বুজি
কল্পনাতে হারানো স্মৃতিগুলো খুঁজি
আমার মন কেন শুনছে না বারণ
আনমনে ভাবছে তোমায় কারণ অকারণ

অভিনয় করে বছর কাটালি
জীবনের খেলায় আমায় হারালি
নিজেকে এখন প্রশ্ন করি
কেন বানিয়েছিলাম তোকে এতটা দামি

মনে মনে আজও কেন যে ছন্দ সাজাই
তোমাকে পাওয়ার আশা আমাকে কুরে কুরে খায়
আমার এই নিঃশ্বাস ধিরে ধিরে যে ক্ষীণ হয়ে যায়
মনে হয় এই রাতেই চলে যাব দূর অজানায়

Author Information ⚠️
Name : Md Noman Ahmed 
Home : Sylhet divisions 
Occupation : Students 
Picture 
Md Noman Ahmed



Comments

Popular posts from this blog

রুপকথা তুই ত আমারি জীবনের চেয়েও আরও দামি ( যদি একদিন )। Tahsan. Hridoy Khan